দোকান ভাড়া নেওয়ার আবেদনপত্র


দোকান ভাড়া নেওয়ার আবেদনপত্র

দোকানের ঠিকানা : নূর প্লাজা, ৪২ জিয়া সরনি  রোড, কদমতলী , ঢাকা ১২৩৬

দোকান নং :  

মাসিক ভাড়া: টাকা

কমন চার্জ: ২০০ টাকা/মাস
বিদ্যুৎ: প্রিপেইড মিটার 


ময়লা কালেকশন/ডিসপোজ : ভাড়াটিয়ার নিজ দায়িত্বে
সিকিউরিটি ডিপোজিট  : (বিশ) মাসের ভাড়া

ভাড়া প্রয়োজন :

 

কত মাসের জন্য ভাড়া চাচ্ছেন :

মাস

আবেদনকারীঃ

নামঃ  

পিতার নামঃ

 

জন্ম তারিখ: 

 

স্থায়ী ঠিকানাঃ

 

ফোনঃ

 

ইমেইল ঠিকানা: 

 

হোয়াটসএপ নংঃ

 

জাতীয় পরিচয়পত্র নম্বরঃ

 

পাসপোর্ট নংঃ

 

পেশাঃ

পদঃ

 

মাসিক আয়ঃ

টাকা

কর্মস্থলের ফোন নং: 

প্রতিষ্ঠানের নামঃ

 

প্রতিষ্ঠানের  ঠিকানাঃ

 

উর্ধতন কর্মকর্তাঃ

 

ফোনঃ

 

জরুরী যোগাযোগঃ

 

নামঃ

 

সম্পর্কঃ

 

ফোনঃ

 

ঠিকানাঃ

 

বর্তমান বাড়ীওয়ালার নামঃ

 

কোন তারিখ হইতে ভাড়া আছেন:

বর্তমান দোকান ছাড়ার কারনঃ

দোকান ভাড়া নেওয়ার শর্তাবলী:
১। প্রত্যেক ভাড়াটিয়ার হোয়াটসএপ এবং ইমেইল একাউন্ট থাকা অত্যাবশ্যক ।
২। ইন্টারনেট/ইমেইল/হোয়াটসএপের মাধ্যেম যোগাযোগ এবং এগ্রিমেন্ট/চুক্তি অফিসিয়াল যোগাযোগ/চুক্তি এবং দলিল হিসাবে গণ্য হইবে ।
৩। বর্তমান ভাড়াটিয়া দোকান খালি করার নিমিত্তে  এবং দোকানটি যে অবস্থায় আছে সে অবস্থায় ভাড়া নেওয়ার শর্তে আবেদন ।
৪। ম্যানেজার অথবা অন্য কোন কর্মচারীর সাথে টাকা-পয়সা অথবা আর্থিক লেনেদন সম্পূর্নরূপে নিষেধ।
৫। ভাড়াটিয়া প্রতি মাসের ভাড়া এবং বিলসমূহ অবশ্যই  মালিকের দেওয়া ব্যাংক একাউন্টে নিজ দায়িত্বে দিবেন। নগদ ক্যাশ টাকা অথবা চেক অথবা বিকাশের মাধ্যমে  ব্যাংক একাউন্টে জমা দিতে পারিবেন। জমা দেওয়ার প্রমাণ হিসাবে  জমা রশিদের ছবি  মালিক এবং ম্যানেজারের হোয়াটস এপ একাউন্টে পাঠাইতে হইবে।
৬। গত দুই মাসের আয়ের প্রমাণ ।
৭। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি  ।
৮। দুই কপি পাসপোর্ট সাইেজর ছবি  ।
৯। শুধুমাত্র আবেদনপত্রে উল্লেিখিত ব্যাক্তিগন এই দোকান পরিচালনা করিতে পারিবেন ।
১০। থানা হইেত দেওয়া ফরম পূরণ করিয়া জমা দিবেন ।
১১। এই দোকান কোনপ্রকার সাবলিজ বা ভাড়া দিতে পারিবেন না ।
১২। এই দোকানে  আসামাজিক কাজ করিতে পারিবেন না ।
১৩। এই দোকান হইতে  কোন প্রকার শব্দ দোকানের বাহিরে যেতে পারিবে না।
১৪। আপনার প্রীতিবেশীরা ডিসটার্ব অথবা  অসুিবিধা অনুভব করে এমন কিছূ করিতে পারিবেন না ।

১৫। দোকানে একুরিয়াম রাখা যাবে না ।

১৬। দোকানে মদ এবং কোন প্রকার নিষিদ্ধ ড্র্যাগ বিক্রয় , ক্রয় , অথবা সেবন করা যাবে না । 

আবেদনকারী:
১। আপনার বিরুদ্ধে কি  কখনো কোন থানায় অথবা আদালতে কোন অভিযোগ দাখিল করা হয়েছে ?
হা / না
২। আদালতে  অথবা সামাজিক বিচারে আপনার বিরুদ্ধে কি কখনো কোন রায়
দেয়া হয়েছ ?
হা / না
৩। আপনি কি  কখনো দুই মাস বা ততোধিক মাসের ভাড়া পরিশোেধে  অপারগ
হয়েছন ?
হা / না
৪।  আপনি কি কখনো লোন  পরিশোধে অপারগতা প্রকাশ করেছেন ? হা / না

দুই জন্ জামিনদার/জিম্মাদারঃ

১। নামঃ

সম্পর্কঃ

ফোনঃ

 

ঠিকানাঃ

 

2। নামঃ

 

সম্পর্কঃ 

 

ফোনঃ

 

ঠিকানাঃ

 

স্বাক্ষর /তারিখ
আবেদনকারীর নাম

Leave this empty:

Signature arrow sign here


Signature Certificate
Document name: দোকান ভাড়া নেওয়ার আবেদনপত্র
lock iconUnique Document ID: ad7c150f3e43f9896b7ef201cf6a8a6131897547
Timestamp Audit
May 5, 2025 6:32 pm GMTদোকান ভাড়া নেওয়ার আবেদনপত্র Uploaded by Noor Plaza - info@noorplaza.com IP 2600:8806:6503:a200:b484:c1f6:badd:69dd